বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স, একদিনে পরীক্ষা-বায়োমেট্রিক সেবার উদ্বোধন

Passenger Voice    |    ০৭:৩০ পিএম, ২০২৩-০১-১৭


বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স, একদিনে পরীক্ষা-বায়োমেট্রিক সেবার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ  বিআরটিএ'র উদ্যোগে গ্রাহক সেবা সহজীকরনের লক্ষ্যে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একইদিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম চালু করেছে বিআরটিএ। 

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বিআরটিএ  ঢাকা মেট্রো-১ সার্কেলের পরীক্ষা কেন্দ্র জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপুতে সকাল ৮ টায় এই কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। অন্যদিকে বিআরটিএ  ঢাকা মেট্রো-৩ সার্কেল অফিসে এ কার্যক্রম উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মো. আব্দুল মোক্তাদির।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, আজ থেকে বিআরটিএর ঢাকা মহানগরীর সার্কেল গুলোতে একদিনে পরীক্ষা-বায়োমেট্রিক সেবার এ প্রক্রিয়া চালু করা হয়েছে। পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়েও এটি চালু হবে।  

বিআরটিএর এই সার্কেলের আওতায় আজ ১৫৭ জন পরীক্ষার্থী ড্রাইভিং পরীক্ষায় অংশ গ্রহন করেন। প্রতিটি ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশির কাছ থেকে প্রথমে বায়োমেট্রিক গ্রহন করা হয়, পরবর্তী কার্যক্রম হিসেবে প্রতিটি সেবা প্রত্যাশি ড্রাইভিং কম্পিটেন্সি টেষ্ট বোর্ডের পরীক্ষায় অংশ গ্রহন করে ১৩২ জন পাস করেন।

ঢাকা মেট্রো-১ সার্কেলের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ইউসুপ আলী মোল্লা, বিআরটিএর পরিচালক (অপারেশন) লোকমান হোসেন মোল্লা, ঢাকা বিভাগীয় পরিচালক শহীদুল্লাহ, উপ-পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মোবারক হোসাইনসহ অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী পর্বে পড়ুন>>> অদৃশ্য গাড়ীর ফিটনেস দেয় বরিশালের প্রনব চন্দ্র নাগ, আবারও দুর্নীতিবাজদের পৃষ্টপোষকতায় বিআরটিএ

ঢাকা মেট্রো-৩ সার্কেলের উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মো. আব্দুল মোক্তাদির বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একইদিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের সকল কার্যক্রম আজ থেকে শুরু হলো। প্রার্থীদের লাইসেন্স পেতে সহজীকরণ লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়েছে। যাতে কোনো প্রার্থী লাইসেন্স পেতে বারবার বিআরটিএ অফিসে যেতে না হয়। প্রধানমন্ত্রীর ঘোষণায় দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে বিআরটিএ বদ্ধপরিকর। সেলক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কাজ করছে।

উদ্বোধন শেষে তিনি এ কার্যক্রম পরিদর্শন করেন এবং লাইসেন্স প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সিস্টেম এনালিস্ট শ্যামল রায়, ঢাকা মেট্রো-৩ সার্কেলের উপ-পরিচালক কাজী মো. মোরছালীনসহ অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয় (চুয়েট) এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক ও কলাম লেখক মো. শাহ জালাল মিশুক প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, বিআরটিএ সম্প্রতি ড্রাইভিং লাইসেন্স ইস্যুর প্রক্রিয়া সহজীকরণ বিষয়ক অনলাইন বেইজড কম্বাইন্ড ফরমের ব্যবস্থা চালুর বিষয়টি নিঃসন্দেহে গ্রাহকদের জন্য বেশ সুখকর ও প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে, অনলাইন সিস্টেম এর কার্যকারিতা, চ্যালেঞ্জ ও লিমিটেশনগুলো কেমন কিংবা সেটা নাগরিক সেবা দিতে পুরোপুরি প্রস্তুত কিনা? কারণ পূর্ববর্তী সময়ে দেখা গিয়েছে, নতুন কোনো অনলাইন কার্যক্রম চালু হলে তার লিমিটেশন কিংবা চ্যালেঞ্জগুলো পূর্বে সঠিকভাবে পরীক্ষা ও যাচাই নাহ করে চালু করায় নাগরিকদের সেবা প্রাপ্তিতে ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি বিআরটিএ অফিসে দালাল কিংবা অবৈধ শ্রেণীর মানুষদের দৌড়াত্ম যেনো বন্ধ করা যায় কারণ এমন অনলাইন সিস্টেমে দালালরাও বেশ সক্রিয়ভাবে নাগরিকদের বিপদে ফেলতে সদা প্রস্তুত থাকে। তাই এই বিষয়েও যেনো বিআরটিএ কতৃপক্ষ সর্বোচ্চ চিন্তা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।